প্রতিষ্ঠাতা

আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল কাদের গত ১২/৬/২০০৮ ইংরেজি তারিখে স্টকজনিত কারণে মৃত্যু বরন করেন। তার স্বপ্নের প্রতিষ্ঠানটি নিয়ে তিনি অনেক স্বপ্ন দেখতেন এবং তৎকালীন সময়ে তিনি যাহা বলতেন এবং বাস্তবায়নের ইচ্ছা পোষণ করতেন তাহা লিপিবদ্ধ করা হলো। তিনি বলেছেন, এই অঞ্চলের গরীব-দুঃখী, কৃষক, শ্রমিক ও অসহায় মানুষের মাঝে শিক্ষার আলো জ্বালাতে হবে । প্রতিষ্ঠানটিতে যেহেতু সব শ্রেণীর শিক্ষার্থীরা লেখাপড়া করবে সেহেতু শিক্ষার্থীদের অবৈতনিক থাকলে ভালো হয়।  প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করতে হবে। এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ খুবই দক্ষ ও দায়িত্বশীল তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। প্রতিষ্ঠান প্রধান বাবু সুভাষ চন্দ্র মন্ডল অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ, সৎ ও দায়িত্বশীল ব্যক্তি তার প্রচেষ্টা এবং সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানটি পরবর্তীতে তার লক্ষ্যে পৌঁছাবে। তিনি এই প্রতিষ্ঠানটিকে নিজের একটি সন্তানের সাথে তুলনা করেছেন এবং সন্তানও মনে করেছেন। তিনি আমৃত্যু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সকল ক্ষেত্রে শিক্ষক মন্ডলী, কমিটির সকল সদস্যবৃন্দ ও অভিভাবকদেরকে সম্মান দিয়েছেন । তিনি তৎকালীন সময়ে আর্থিক অন্যান্য সকল সুবিধা ও সহযোগিতা দিয়েছেন। এই বাণীতে তার বলা কথাগুলো লিপিবদ্ধ করা হলো।

-মরহুম জিএম আব্দুল কাদের
সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা
আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজ
ও চেয়ারম্যান ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ।