অধ্যক্ষের বাণী

আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজটি শ্যামনগর উপজেলার একটি ঐতিহ্যবাহী গৌরবদীপ্ত ও আলোক উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, সৃজনশীলতা, নেতৃত্ব, কর্মজীবী ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মুক্তিযুদ্ধের চেতনায় সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের তথা প্রতিষ্ঠানের অঙ্গীকার। শুধুমাত্র ভালো ফলাফল নয় পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ, জ্ঞান চর্চা ও আদর্শ দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা আমাদের একান্ত প্রত্যাশা। আশা করি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বহুমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার মাধ্যমে সঠিক ও ন্যায় সঙ্গতভাবে জ্ঞান অর্জনে বদ্ধপরিকর। শিক্ষকবৃন্দ ন্যায়, সত্য, গঠনমূলক ও জ্ঞান চর্চার মাধ্যমে নৈতিক মানসিক মূল্যবোধের চেতনাকে শানিত করবে। শিক্ষার্থীদেরকে সন্ত্রাসমুক্ত, দুর্নীতি মুক্ত থেকে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ জ্ঞানের চর্চার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গড়তে অবদান রাখবে।

শিক্ষার্থীরা আধুনিক যুগ উপযোগী, বিজ্ঞানসম্মত, মুক্তচিন্তা, ন্যায়বোধ, উদারতা, সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতিকে ও সমাজকে বিভিন্ন সংকট থেকে পরিত্রাণের পথ দেখাবে এবং মানবতা ও বিশেষ শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জি,এম আব্দুল কাদের সাহেবের ও দাতা সদস্য জি,এম ওসমান আলী সাহেবের স্বপ্নে গড়া প্রতিষ্ঠান এটি। প্রতিষ্ঠাতা গত ১২/৬/২০০৮ তারিখে ষ্টকজনিত কারণে এবং দাতা সদস্য জি,এম ওসমান আলী ২০-১১-২০১৩ ইং এবং ভবসিন্ধু কুমার মন্ডল ০২-০২-১৯৯৮ ইং তারিখে ষ্টকজনিত  কারণে মৃত্যুবরণ  করেছেন। তারা ছিলেন সৎ, আদর্শবান, দায়িত্বশীল ও শিক্ষানুরাগী ব্যাক্তি।   এছাড়া তৎকালীন সময়ে অনেকে সহযোগিতা করেছেন এবং কমিটিতে অন্তর্ভুক্ত থেকে পরামর্শ দিয়েছেন, তাদের অনেকেই মৃত্যুবরণ করেছেন সকলের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করি এবং যারা বেঁচে আছেন তাদের ধন্যবাদ জানাই এবং সুস্বাস্থ্য কামনা করি। পাশাপাশি প্রতিষ্ঠাকালীন যারা বিভিন্ন ভাবে শারীরিক, আর্থিক এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন এবং জমি সংগ্রহ থেকে শুরু করে অন্যান্য সকল ক্ষেত্রে সহযোগিতা করেছেন, ছাত্র কালেকশন সহ সকল ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে প্রতিষ্ঠাতার সুযোগ্য বড় পুত্র তথা ১০নং আটুলিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আবু সালেহ বাবু প্রতিষ্ঠাতা হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন সৎ, যোগ্য, আদর্শবান ব্যক্তি। তার শ্রদ্ধেয় মাতা মিসেস সেলিনা কাদের এক মেয়াদে সভাপতি ছিলেন। প্রতিষ্ঠাতার ছোট পুত্র মোঃ মইনুল ইসলাম পেশায় একজন ডাক্তার। প্রতিষ্ঠাতার একমাত্র সুযোগ্য কন্যা, মোছা: সাইফুন্নেছা আখতার অত্র প্রতিষ্ঠানে সহকারী প্রধানের দায়িত্ব পালন করছেন।  তারা সবাই প্রতিষ্ঠানের সব ধরনের সহযোগিতা দিয়েছেন এবং বর্তমানে দিয়ে আসছেন এজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বর্তমানে কর্মরত সকল শিক্ষক/ প্রভাষক/ স্টফবৃন্দ খুবই দক্ষ ও অভিজ্ঞ এবং প্রতিষ্ঠানে খুবই আন্তরিক কোনরূপ মনমালিন্য নাই। এই প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ পরস্পরের প্রতি খুবই আন্তরিক ও সহঅবস্থানে বিশ্বাসী। সকল প্রতিকূলতার উর্ধ্বে থেকে তারা কাজ করছেন এবং আমাকে সহযোগিতা করছেন এজন্য আমি অধ্যক্ষ হিসাবে খুবই খুশি ও গর্বিত সকল শিক্ষক/প্রভাষক কমিটিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । প্রতিষ্ঠানে কর্মরত সকলের দক্ষতা সহযোগিতা ও ভালোবাসায় শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচালনায় ও অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়িত হবে আগামী সুন্দর স্মার্ট বাংলাদেশ।

-সুভাষ চন্দ্র মন্ডল
অধ্যক্ষ
আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজ