প্রতিষ্ঠানের ইতিহাস

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন ১০নং আটুলিয়া ইউনিয়নের শুরুতে (আটুলিয়া, শ্যামনগর, ঈশ্বরীপুর ও কাশিমাড়ী) ৪ ইউনিয়নের মিলনস্থলে শ্যামনগর-নওয়াবেঁকী প্রধান সড়কের আটুলিয়া ইউনিয়নের প্রবেশদ্বারে মেইন রাস্তার উত্তর প্রান্তে দক্ষিণ দুয়ারীতে প্রতিষ্ঠানটি অবস্থিত। ১৯৯৪ সালের ১১ই নভেম্বর তৎকালীন ১০নং আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান তথা প্রতিষ্ঠাতা জি,এম আব্দুল কাদের সাহেব এবং ৫নং ওয়ার্ডের সদস্য ও দাতা সদস্য জি,এম ওসমান আলী সাহেবের নেতৃত্বে উল্লেখিত চারটি ইউনিয়নের সুধীজন ও গুণীজনের সমন্বয়ে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরপর তিনটি সভার পর জনাব ওসমান আলী সাহেবের প্রস্তাবনায় এবং উপস্থিত সকলের সম্মতিক্রমে চেয়ারম্যান সাহেবের নামে অর্থাৎ আটুলিয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয় নামে একটি বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। অত্র অনুন্নত অঞ্চলের গরীব, কৃষক, শ্রমিক, জেলেসহ সকল শ্রেণীর মানুষের কথা চিন্তা করেই প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে এলাকার সকলের সহযোগিতা এবং আন্তরিকতার মাধ্যমে এবং বর্তমান অধ্যক্ষ বাবু সুভাষ চন্দ্র মন্ডল এর চেষ্টায় এবং জনাব মো: মমতাজ উদ্দীন (প্রধান শিক্ষক, ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়) ও বাবু ভবসিন্ধু কুমার মন্ডলের পরামর্শক্রমে এবং প্রতিষ্ঠাতার সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি ০১-০১-১৯৯৫ ইং তারিখ হইতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। প্রথম অর্থাৎ ১১-১১-১৯৯৪ ইং তারিখে রেজুলেশন আকারে লিপিবদ্ধ হয়। উক্ত রেজুলেশনটি মো: আব্দুর রহিম ( শিক্ষক সোহরাবিয়া দাখিল মাদ্রাসা)। এক্ষেত্রে বাবু সুশীল কুমার মৃধা (কাচিহারানিয়া) প্রতিষ্ঠান নির্মাণের কথা শুনে বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং বিক্রয়ের মাধ্যমে জমি প্রদান করেন। এছাড়াও যেসকল ব্যাক্তিবর্গ  প্রতিষ্ঠানের প্রয়োজনে বিক্রয়ের মাধমে জমি প্রদান করেছেন তাদের অবদান চির স্বরণীয়। প্রতিষ্ঠাকালীন এলাকার অনেক গন্যমান্য ব্যাক্তি বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন তাদের অবদানও চির স্বরণীয়। জমি সংগ্রহ সহ অন্যান্য কার্যে  প্রতিষ্ঠান প্রধানের সাথে অরবিন্দু কুমার মন্ডল (শিক্ষক)  সার্বিক সহযোগীতা করেছেন। পরবর্তীতে ১৯৯৭ সাল হইতে মাধ্যমিক পর্যায় এবং ২০০৭ হইতে এসএসসি ভোকেশনাল বিভাগ অনুমোদিত হয়। এক পর্যায়ে ২০০৭ সালের এক মিটিংয়ে প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আব্দুল কাদের সাহেব এই প্রতিষ্ঠানটিকে বিধি মোতাবেক একাদশ ও দ্বাদশ শ্রেণী খোলার ব্যাপারে আন্তরিকভাবে প্রস্তাব দেন এবং এলাকার সর্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রতিষ্ঠাতা যে প্রস্তাব দিয়েছেন তা তিনি ব্যাখ্যা করেন এবং সকলে চেয়ারম্যান তথা প্রতিষ্ঠাতার এই প্রস্তাব সমর্থন করেন এবং তাহা রেজুলেশন আকারে লিপিবদ্ধ হয়। কলেজ পর্যায়ে উন্নীত করার আগেই প্রতিষ্ঠাতা হঠাৎ স্টকজনিত কারণে ১২-০৬-২০০৮ ইংরেজি তারিখে মৃত্যুবরণ করেন। সেই সময়ে প্রতিষ্ঠানটি কলেজ পর্যায়ে রুপান্তরের ক্ষেত্রে সাময়িক সমস্যার সম্মূখিন হলেও প্রতিষ্ঠান  প্রধান বাবু সুভাষ চন্দ্র মন্ডল এর একান্ত প্রচেষ্টায় এবং শিক্ষক মন্ডলী সহ এলাকাবাসীর সহযোগিতায় এবং সহ-সভাপতি জনাব ওসমান আলী সাহেবের পরামর্শ ক্রমে অনেক কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে এবং মহান সৃষ্টিকর্তার কৃপায় প্রতিষ্ঠানটিকে ০১-০৭-২০১০ ইং তারিখ হইতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একাদশ শ্রেণীতে ভর্তির অনুমতি প্রাপ্ত হয়। এক্ষেত্রে সকল সরকারি কর্মকর্তা বৃন্দ সহযোগিতা করেছেন। আব্দুল কাদের সাহেবের মৃত্যুর পর তার সুযোগ্য বড় পুত্র জনাব মোঃ আবু সালেহ বাবুকে নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি বিধি মোতাবেক প্রভাষক নিয়োগ সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন এবং স্কুল ও কলেজের সকল শিক্ষক প্রভাষক ও স্টাফবৃন্দের সহযোগিতায় বর্তমান অধ্যক্ষ বাবু সুভাষ চন্দ্র মন্ডল প্রতিষ্ঠানটিকে শ্যামনগর উপজেলার মধ্যে একটি ভালো প্রতিষ্ঠান রূপান্তরিত করতে সক্ষম হন। এভাবে গত ০১-০৭-২০১৩ ইং তারিখ হইতে কলেজটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক একাডেমিক স্বীকৃতি লাভ করে সুনামের সাথে প্ররিচালিত হয়ে আসছে। সর্বশেষ গত ০৬-০৭-২০২২ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ঐতিহাসিক ঘেষোনার মাধ্যমে অত্র প্রতিষ্ঠানটি কলেজ শাখা এমপিও ভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানে স্কুল এবং কলেজ শাখার সকল শিক্ষক /প্রভাষক ও স্টফবৃন্দ এমপিও ভুক্ত হয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে স্বশ্রদ্ধ সালাম অভিনন্দন ও ধন্যবাদ।

আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজ
শ্যামনগর, সাতক্ষীরা।